ডোমারে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়পুরহাটে ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হলো ১৩ জন তরুণ-তরুণীর ভুল হলে শিক্ষা নিয়ে এগুতে চাই: মাহফুজ আলম ভিসির কার্যালয়ে নজরদারিতে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা প্রো-ভিসির মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে'র নিন্দা নাগেশ্বরীতে চরাঞ্চলের উন্নয়নে সাংবাদিক ও এনজিও’র ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীমঙ্গলের শাপলাবাগ মাদক ব্যবসা বন্ধে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কচুয়ায় সরকারি খাল দখল করে কালভার্ট নির্মাণের অভিযোগ রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম গ্রেফতার সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন - মামুনুর রশিদ মামুন আশাশুনিতে বিভিন্ন দাবীতে স্বাস্থ্য সহকারীদের স্বারকলিপি প্রদান ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ের সড়কে বর্ষা আসতেই শুরু হয় যানচলাচলে ভোগান্তি, রাস্তা উঁচু করতে ইউনিয়ন বাসীর দাবি। ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১৪ দিনের ছুটি ঘোষণা

শহীদ ধীরাজ-মিজান পাঠাগার নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুর বিভাগের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থাগার হিসেবে খ্যাত নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী 'শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন'-এর ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর ভোটগ্রহণ চলছে। শনিবার (২৬শে এপ্রিল) সকাল ১০টা থেকে শহরের বাটার মোড় স্থ পাঠাগারের নিজস্ব কার্যালয়ে ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপালন করছেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। ইতোমধ্যে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন প্রার্থী। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। তারা হলেন— আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু (সভাপতি), শ্রী শেখর চন্দ্র সাহা (অর্থ সম্পাদক) ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইলিয়াস হোসেন (গ্রন্থাগার সম্পাদক)। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাঠাগারের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান সুমন এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক। এছাড়া 'সিনিয়র সহ-সভাপতি' পদে নির্বাচন করছেন ২ জন যথাক্রমে- ডাঃ মোঃ ফিরোজ আলম চিনু ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরন-নবী, 'সহ-সভাপতি' পদে ৪ জন যথাক্রমে- সাংবাদিক মোঃ আবু ফাত্তাহ্ কামাল পাখী, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ মোজাফফর আলী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক এবং 'সহ-সাধারণ সম্পাদক' পদে ২ জন যথাক্রমে- মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব ও সাংবাদিক মোঃ রওশন রশীদ। এদিকে, সম্পাদকীয় পদগুলোর মধ্যে 'ক্রীড়া সম্পাদক' পদে ২ জন যথাক্রমে- মোঃ মোজাম্মেল হক মানিক ও মোঃ রাশেদ মাহমুদ উজ্জ্বল, 'সাহিত্য ও প্রকাশনা সম্পাদক' পদে ২ জন যথাক্রমে- মোঃ আল-আমিন রহমান ও মোঃ জাহাঙ্গীর আলম এবং 'মহিলা সম্পাদক' পদে ৩ জন যথাক্রমে- অধ্যাপিকা ডেইজী নাজনীন মাশরাফি নীনা, নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী ও মোছাঃ লাইলী বানু লিলি প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিষদের ৬টি 'কার্যনির্বাহী সদস্য' পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী। তারা হলেন— শ্রী অমিত কুমার দাস নয়ন, আলহাজ্ব মোঃ জহিরুল হাসান দিপু, মোঃ বায়েজিদ হোসেন জুয়েল, মোঃ রইসুল হক সাচ্চু, মোঃ সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সাংবাদিক মোঃ সফিয়ার রহমান রতন, মোঃ হাফিজুর রহমান ও মোঃ হামিদুর রহমান। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে মোট ৩৪৭ জন আজীবন সদস্য ভোটার হিসাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তারা। উল্লেখ্য, গত মেয়াদে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতি পদে আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু, সাধারণ সম্পাদক পদে মোঃ আনজারুল হক, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরন-নবী, সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান সুমন ও মোঃ মোজাফফর আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আল-আমিন রহমান দায়িত্বপালন করেন। প্রসঙ্গত, ১৯৫০ সালে শিক্ষা ও জ্ঞান চর্চার তাগিদে ডোমারে প্রতিষ্ঠিত হয়েছিল 'জিন্নাহ মেমোরিয়াল হল'। স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়া ডোমারের দুই কৃতি সন্তান শহীদ আনজারুল হক ধীরাজ ও শহীদ মিজানুর রহমান মিজানের নামানুসারে 'শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন' হিসেবে অদ্যাবধি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি উত্তর জনপদের 'আলোকবর্তিকা' হিসেবেও বেশ পরিচিত।
Tag
আরও খবর