নীলফামারী জেলা প্রশাসক (স্থানীয় সরকার শাখা) জারিকৃত প্রজ্ঞাপন এর বিরুদ্ধে রিট দায়ের পর হাইকোর্টের নির্দেশে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান পদে পূনরায় দায়িত্ব পেলেন অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন। হাইকোর্টের একটি রিটে রায়ের নির্দেশেনায় তিনি স্বপদে বহাল হন। রোববার সকালে (২৭ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে,বাহাগিলী ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব আনেন। উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেন।তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় ডকুমেন্টস অনুযায়ী অভিযোগ সমূহের কোনো ভিত্তি না থাকায় অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করেন। তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলা প্রশাসক স্থানীয় সরকার শাখার উপ পরিচালকের স্বাক্ষরিত পত্রে সকল অভিযোগ থেকে গত ২০/০৩/২৫ ইং এ অব্যাহতি পূর্বক নিষ্পত্তি করেন। গত ২৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসার সকল অভিযোগ থেকে চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন কে অব্যাহতি প্রদান করেন। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে গত ২৫ মার্চ জেলা প্রশাসক আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সহ উপজেলা সমাজসেবা অফিসারকে প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করেন।এ প্রেক্ষাপটে চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে রিট করেন।এবং গত ১৩ এপ্রিল
রিটের শুনানি শেষে বিজ্ঞ আদালত অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন কে পূনরায় দায়িত্ব প্রদানের নির্দেশ দেন।
১ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ ঘন্টা ৪৪ মিনিট আগে