বিশ্বব্যাপী কর্মরত শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার উদ্দেশ্য ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষে ‘‘থাকবো ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’’ এ প্রতিপাদ্য নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে ‘‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ’ উদযাপিত হয়েছে।
১৮ ডিসেম্বর (রবিবার ) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি, সম্মেলন কক্ষে অভিবাসন শীর্ষক আলোচনা সভা, প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ, চট্টগ্রাম জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংককে সম্মাননা প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা এবং প্রবাসী কল্যাণ ডেস্ক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্র্তৃক প্রবাসী কর্মীদেরকে আগমনী ও বিদায় অভ্যর্থনা জ্ঞাপনের কর্মসূচী পালিত হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মু. মাহমুদ উল্লাহ মারুফ বিদেশ যাওয়ার আগে প্রবাসী কর্মীগণকে কারিগরী জ্ঞানে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করতে অনুরোধ জানান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, বিকেটিটিসি চট্টগ্রাম এর অধ্যক্ষ মো. নুরুজ্জামানসহ, মাহিলা টিটিসি চট্টগ্রাম এর অধ্যক্ষ, প্রবাসী কল্যাণ ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর প্রতিনিধি, রিক্রুটিং এজেন্সীর মালিক, প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত বছরে সর্ব্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি মোঃ শোয়েব হোসাইন (সিংগাপুর), রেমিটেন্স প্রেরণের করেন ৩৬ লাখ ৮৭ হাজার ৯ শত ৬৫ টাকা ৭৯ পয়সা এবং শামসুন নাহার (সুইডেন) রেমিটেন্স প্রেরণের করেন কোটি ৪৩ লাখ ৮০ হাজার ২ শত ৮৬ টাকা ৬৫ পয়সা , সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রামে জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ৪৯,৩৭৪ জন কর্মী বিদেশ গমনের জন্য নিবন্ধিত হন, জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ৬৫,৮৬৩ জন কর্মী চট্টগ্রাম জেলা থেকে বিদেশ গমন করেন, জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ২৭,৫৬২ জন কর্মী চট্টগ্রাম জেলা থেকে বহির্গমন ছাড়পত্র ইস্যু এবং জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ৮,৭৮৪ জন ব্যক্তিকে চট্টগ্রাম জেলা থেকে এনওসি প্রদান করা হয়।
৩ মিনিট আগে
৪১ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ ঘন্টা ৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ ঘন্টা ৩ মিনিট আগে
২০ ঘন্টা ৫ মিনিট আগে