বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল কমিশনের উদ্দেশ্য পুনরায় যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হতে পারে পোপ ফ্রান্সিস মারা গেছেন আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতামূলক র‌্যালি রাজবাড়ীর কালুখালী বজ্রপাতে প্রাণ হারায় কৃষক। কিশোরগঞ্জে আ.লীগের চার নেতা গ্রেফতার সাতক্ষীরায় দুই নারীর প্রতারণার ফাঁদে মাছ ব্যবসায়ী লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর আহবায়ক কমিটি গঠন। ঢাকা বিভাগসহ ৪ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের আভাস ঝিনাইদহের কালীগঞ্জে পরিসংখ্যান কর্মকর্তার স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ আদমদীঘিতে ৭ শ্যালোর পাম্প চুরি, দিশেহারা কৃষক ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাদকের বিরুদ্ধে খোকসার ওসির জিরো টলারেন্স ঘোষণা সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক: জিম্মি থাকা দুই জেলে উদ্ধার। প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন

চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি




  বিশ্বব্যাপী কর্মরত শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার উদ্দেশ্য ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’  উপলক্ষে  ‘‘থাকবো ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’’ এ প্রতিপাদ্য  নিয়ে ব্যাপক  উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে ‘‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ’  উদযাপিত হয়েছে।

১৮ ডিসেম্বর  (রবিবার ) সকালে  চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি, সম্মেলন কক্ষে অভিবাসন শীর্ষক আলোচনা সভা, প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ, চট্টগ্রাম জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংককে সম্মাননা প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা  এবং প্রবাসী কল্যাণ ডেস্ক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্র্তৃক প্রবাসী কর্মীদেরকে আগমনী ও বিদায় অভ্যর্থনা জ্ঞাপনের কর্মসূচী পালিত হয়েছে।

   এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মু. মাহমুদ উল্লাহ মারুফ বিদেশ যাওয়ার আগে প্রবাসী কর্মীগণকে কারিগরী জ্ঞানে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করতে অনুরোধ জানান।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, বিকেটিটিসি চট্টগ্রাম এর অধ্যক্ষ মো. নুরুজ্জামানসহ, মাহিলা টিটিসি চট্টগ্রাম এর অধ্যক্ষ, প্রবাসী কল্যাণ ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর প্রতিনিধি, রিক্রুটিং এজেন্সীর মালিক, প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত বছরে সর্ব্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি মোঃ শোয়েব হোসাইন (সিংগাপুর), রেমিটেন্স প্রেরণের  করেন ৩৬ লাখ ৮৭ হাজার ৯ শত ৬৫ টাকা ৭৯ পয়সা এবং শামসুন নাহার (সুইডেন) রেমিটেন্স প্রেরণের করেন কোটি ৪৩ লাখ ৮০ হাজার ২ শত ৮৬ টাকা ৬৫ পয়সা , সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রামে জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ৪৯,৩৭৪ জন কর্মী বিদেশ গমনের জন্য নিবন্ধিত হন, জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ৬৫,৮৬৩ জন কর্মী চট্টগ্রাম জেলা থেকে বিদেশ গমন করেন,  জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ২৭,৫৬২ জন কর্মী চট্টগ্রাম জেলা থেকে বহির্গমন ছাড়পত্র ইস্যু এবং জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ৮,৭৮৪ জন ব্যক্তিকে চট্টগ্রাম জেলা থেকে এনওসি প্রদান করা হয়।