ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জনরোষের ভয়ে ওই দিনই গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্তর্বর্তী সরকার গঠনের আগেই প্রথম ধাক্কাটা আসে পুলিশ বাহিনী থেকে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ কর্মচারী সংগঠন।
৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন উদ্যোগ ও আলোচনার পর ১১ আগস্ট কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত পুলিশ সদস্যরা।এই সময়টাতে দেশের মানুষ পুলিশি সেবা পায়নি। থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার পাশাপাশি রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নেমে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পুলিশের অনুপস্থিতিতে কাজ করেন সেনাবাহিনী, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পর থেকে অল্প পরিসরে পুলিশ সদস্যরা কাজে ফেরেন যেটা চোখে পড়ার মতো ছিলো না। বর্তমানের্তমানে পুলিশ সদস্যদের কাজে সন্তুষ্ট প্রকাশ করছেন সাধারণ মানুষ।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্টের পর সকল থানার ওসিদের রদবদল করা হয়। আর এরই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা থানার অফিসার ইনচার্জ হিসেবে জয়েন্ট করেন শেখ মঈনুল ইসলাম। জয়েন্ট করার পরে খোকসার আইনশৃঙ্খলার কয়েক সপ্তাহে কিছু কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হলেও সেটা ঘুরে দাঁড়িয়ে আইনশৃঙ্খলার উন্নতির দিকে নিয়ে গিয়েছেন ওসি শেখ মঈনুল ইসলাম।
ওসি শেখ মঈনুল ইসলাম জয়েন্ট করার পরে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ পর্যন্ত থানায় হওয়া মামলার সংখ্যা ও বিবরণী অস্ত্র মামলা ৩ টি, ১টি অনশুটারগান, ১টি রিভালবর,দেশীয় অস্ত্র, চাইনিজ কুরাল, রামদা, হাসুয়া উদ্ধার। ধর্ষণ মামলা ১টি, তাৎক্ষণিক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। হত্যা মামলা ২টি, মাডার কেস এর আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার মৃত উদ্ধার কোর্টে ১৪৬ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান ডাকাতি প্রস্তুতি মামলা ১টি, আসামি গ্রেফতার ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধার। চাঁদাবাজি মামলা ২ টি, তৎক্ষণিক আসামিদের গ্রেফতার। সর্বশেষে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক মামলা ১৫ টি, ১ হাজার পিচ ইয়াবা ও ২.৫ কেজি গাঁজা উদ্ধার উদ্ধার করেছেন থানা পুলিশ।
খোকসার আইনশৃঙ্খলার পরিস্থিতি জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, আমি জয়েন্ট করার পরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এসপি স্যারের দিকনির্দেশনায় থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। টহল বেড়েছে, আমি নিজেও অফিসারদের সঙ্গে রাতে বের হয়। আমার থানা এলাকায় আমি যতদিন আছি ততদিন যেন সাধারণ মানুষের সেবা দিয়ে যেতে পারি। কঠোর ভাষায় বলতে চাই খোকসায় যারা এখনো মাদকের সঙ্গে জরিত মাদকের বিরুদ্ধে বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করছি। খোকসা থেকে মাদক নির্মূল করতে অভিযান চলমান রয়েছে ও থাকবে ইনশাআল্লাহ।
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ ঘন্টা ২০ মিনিট আগে
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ৩১ মিনিট আগে