: শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে আশাশুনি উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, আব্দুর রহিম ছোট, রফিকুল ইসলাম, সেকেন্দার আলী বাদশা, আক্তারুজ্জামান আক্তার, শফিউল আলম সুজন, সদর ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা, শ্রমিক দলের আহ্বায়ক নূর ইসলাম মোড়ল, কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের সরদার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি সহ দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।###