বরিশালে ১৭০ পিচ ইয়াবাসহ এক যুবক আটক
বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন লাকুটি সড়ক এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে।বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউনিয়া থানাধীন লাকুটিয়া খালপাড় সড়ক এলাকায় দীর্ঘদিন ধরে সজল ও শাওন গাজী মাদকদ্রব্য ইয়াবাহ বিক্রি করে আসছেন।এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় একটি অভিযান পরিচালনা করি। উক্ত অভিযান পরিচালনা করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক টিমের সদস্যদের জীবন নাশের হুমকি ও শ্লীলতাহানির মামলার ভয়ভীতি প্রদর্শন করে শাওনের স্ত্রী যারা আক্তার।শনিবার (১৭মে) রাতে এ সময় ১৭০ পিস ইয়াবাসহ শাওনকে আটক করা হয়েছে। এসময় তার বড় ভাই সহযোগী সজল গাজী (কসাই সজল) পালিয়ে যায়।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কাউনিয়া থানাধীন লাকুটিয়া খালপাড় সড়ক এলাকার বাসিন্দা মৃত কামরুল গাজীর ছেলে মোঃ শাওন গাজী ও তার ভাই পলাতক আসামী সজল গাজী।স্থানীয়রা জানান, কাউনিয়া থানাধীন লাকুটিয়া সড়ক এলাকায় দীর্ঘদিন ধরে সজল ও শাওন দুই ভাই মিলে মাদক দ্রব্য ইয়াবা বিক্রি করে আসছেন। এদেরকে কাউনিয়া থানার সাবেক কর্মরত এস আই শামসুল ও তার সংগীয় ফোর্স একাধিকবার অভিযান পরিচালনা করে আটক করেন। কিন্তু শাওনের স্ত্রী যারা আক্তার এলাকার পরিবেশ নষ্ট, যুবসমাজের যুবক,তরুণদের জীবন ধ্বংস করতে রাতারাতি বড়লোক হতে শাওন ও তার ভাইকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সাহসীকতার অভিযান পরিচালনা করায় স্থানীয়রা তাদের টিমকে সাধুবাদ জানিয়েছে।আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।