মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নম্বর আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মামুনুর রশীদ মিল্টনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) সকাল ১১টায় আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের মানুষ এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়া সত্বেও এখনো কীভাবে চেয়ারম্যান পদে বহাল থাকে।তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম করে আসছে। সঠিক সময় অফিস থাকে না এতে করে ইউনিয়নের উন্নয়নের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ত্রাণ ও ভাতা বণ্টনসহ বিভিন্ন সেবায় অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ রাহিদ হোসেন
আহবায়ক উপজেলা কৃষকদল,হারুন অর রশিদ রাজু সভাপতি আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপি,
নুরুল হোদা ইউপি সদস্য ও সাধারণ সম্পাদক আয়মা ইউনিয়ন বিএনপির,হারুন অর রশিদ লিটন আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক,ইউপি সদস্য জাকির হোসেনসহ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, যুবসমাজ ও ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে চেয়ারম্যানকে অপসারণ করে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক।
২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ ঘন্টা ৪৩ মিনিট আগে