শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে মে ২০২৫ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, শ্রীবরদী সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মুনতাসির, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত বক্তারা বলেন, ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সভায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করাসহ আসন্ন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়সহ আইন-শৃঙ্খলার অন্যান্য বিষয়ে সার্বিক তৎপর থাকায় সভার সভাপতি ইউএনওকে ধন্যবাদ জানান এবং সেইসাথে ঘন-ঘন মাদক উদ্ধারসহ আইন-শৃঙ্খলার অন্যান্য পরিস্থিতি স্বাভাবিক রাখায় সভার সদস্যসচিব ওসিকেও ধন্যবাদ জানান উপস্থিত সদস্যরা। এছাড়াও গতকাল মঙ্গলবার সীমান্তবর্তী ঝিনাইগাতী গারো পাহাড়ে হাতির আক্রমণে দুই ব্যক্তির মৃত্যুতে সভায় শোক প্রকাশ করা হয়েছে। একইদিনে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২৫ উদযাপন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখা, যানজট নিরসন, যাত্রী সেবাসহ জাল টাকা প্রতারক চক্র থেকে সতর্ক থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। একই বৈঠকে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, উপজেলা নারী/শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ এবং উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
৭ ঘন্টা ২১ মিনিট আগে
৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ ঘন্টা ১২ মিনিট আগে