আমি বিদেশি হলে তারেক রহমানকেও বিদেশি নাগরিক বলতে হয় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা কক্সবাজারে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নরওয়ের প্রতিনিধিদল ক্ষেতলালে নতুন পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এক লাফে তেলের দাম ৩৫ টাকা বাড়াল টিসিবি বাংলাদেশের চাওয়া পূরণ করল পাকিস্তান শেষ হলো ইবি শিবিরের ৩ দিনব্যাপী বিজ্ঞান উৎসব আদমদীঘিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা আদমদীঘির মাদক ব্যবসায়ী সেই মিনুর জেল-জরিমানা পবিপ্রবিতে পরিকল্পনা উপদেষ্টার আকষ্মিক সফর লাখাইয়ে যুবফোরাম এর পথনাটক ও পট গান প্রদর্শনী। গলাচিপায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২০০ পরিবারকে ফলদ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাঘায় জেলেদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর প্রদান কুলিয়ারচরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারী গ্রেফতার সাতক্ষীরার উন্নয়নকল্পে জেলা নাগরিক অধিকার কমিটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মোংলায় বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এনসিপি নেতার

শেষ হলো ইবি শিবিরের ৩ দিনব্যাপী বিজ্ঞান উৎসব


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেষ হয়েছে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী 'ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব'। 

এর আগে সোমবার (১৯ মে) প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে বিজ্ঞান উৎসবটি শুরু হয়। মঙ্গলবার (২০মে) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এই উৎসবের উদ্বোধন করেন। আজ (২১ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি সমাপ্ত ঘোষণা করা হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইবি শাখা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি ইউসুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইআইইআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইম এম আবু মুসা, কেন্দ্রীয় কলেজ ও ব্যবসা শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী।


মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রজেক্ট ও পোষ্টার প্রদর্শনী এবং রুবিক্স কিউব প্রদর্শনী করা হয়। এর জন্য মোট ৫৫টি স্টল তৈরী করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে সায়েন্স অলিম্পিয়াডেরও আয়োজন করা হয়। ৩ দিনব্যাপী এ উৎসবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য লক্ষাধিক টাকার পুরস্কার, ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, 'আমরা যেসব ইনভেনশন করলাম এইসব ইনভেনশন সোসাইটির জন্য ভালোও হতে পারে আবার এটা খারাপও হতে পারে। এজন্য ইসলাম আপনাকে এটা দিয়ে উদ্বুদ্ধ করে যে আপনার ইনভেনশনটা যাতে ভালো কিছু হয়। এটা যাতে সোসাইটিতে কোনো একটা ভ্যালু অ্যাড করে। মানুষের যাতে এটা সমস্যার সমাধান করে। তখন এটা আপনি সদকায়ে জারিয়া হিসেবে পাবেন। আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে ইসলামী ছাত্রশিবিরের এই প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করেছেন। আমাদের খুবই ভালো লাগতো আরো যদি অসংখ্য শিক্ষার্থীকে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করাইতে পারতাম। অনেকগুলো প্রজেক্ট আসছে আমি জানি। এই প্রজেক্টগুলোর মধ্যে মাত্র গুটি কয়েক প্রজেক্ট এখানে নিয়ে আসা হয়েছে। তো আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি আপনাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। আপনার হাত ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।'

তিনি আরো বলেন, 'আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে স্বাগত জানাইতে চাই। বন্ধু হইলে আসেন আমরা বন্ধুত্ব করব। কিন্তু আমাদের উপরে দাদাগিরি করতে আসবেন না। বাংলাদেশের তরুণ সমাজ কারো দাদাগিরি সহ্য করবে না।'


সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, 'আসলে আজকের আয়োজন করার পিছনে উদ্দেশ্য ছিল এখান থেকে আমাদের যে প্রতিভা আছে, সেগুলোকে বিকাশ ঘটানো। এগুলো দেশের সামনে, জাতির সামনে উপস্থাপন করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের স্টেট যারা, তারা যদি এসব কাজে হেল্প করে, আমরা বিশ্বাস করি এখান থেকে তাদেরকে ভবিষ্যতে আল রাজি, ইবনেসিনা  তৈরি করা সম্ভব। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করার জন্য অনেকগুলো প্রজেক্ট এখানে এসেছে। আমরা আহ্বান রাখতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের প্রতি, উনারা যদি এই প্রজেক্ট গুলো আমলে নেন। তাহলে আমরা যে ডিজিটালাইজেশন এর স্বপ্ন দেখছি, বিশ্ববিদ্যালয় খুব সহজে স্বল্প সময়ে স্বল্প খরচে ডিজিটালাইজ করা সম্ভব হবে বলে আমরা মনে করছি।'

আরও খবর