লাখাইয়ে যুবফোরাম এর পথনাটক ও পট গান প্রদর্শনী।
লাখাইয়ে যুবফোরাম এর পথনাটক ও পট গান প্রদর্শনী।
লাখাইয়ে উপজেলা যুব ফোরাম এর উদ্যোগে বৈষম্য নিরসনে ও ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় পথনাটক ও পট গানের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২১মে)লাখাই উপজেলা যুব ফোরাম এর উদ্যোগে অনুষ্ঠিত হলো নাটক ও পট গান প্রদর্শনী।
শান্তি সম্প্রীতি সুরক্ষা এবং সংবেদনশীল সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় লাখাই উপজেলার বুল্লা বাজার ও মাদনা বাজারে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক নাটক ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী পট গান।
বুল্লা বাজার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যকস এর সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া, হবিগঞ্জ নাগরিক প্লাটফর্ম এর সদস্য ও বুল্লা বাজার ব্যকস এর আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাহার উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রিপন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান চৌধুরী সোনাই, আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মহসিন সাদেক, দুলাল আহমেদ মেম্বার, আবদুল গাফফার,লাখাই যুব ফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার, যুগ্ম আহবায়ক আবিদুর রহমান।
উল্লেখ্য বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর বাস্তবায়নাধীন সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হবিগঞ্জ জেলার নয়টি উপজেলাতে এই কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল হবিগঞ্জ জেলা নাগরিক প্ল্যাটফর্ম।।