ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা পরিষদ ঈশ্বরগঞ্জ অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা পদক প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ। উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেন্থেরা সুলতানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খান, সুজন সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক জাহানারা বেগম, আবুল খায়ের।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে যুক্ত বর্ণ ও কার চিহ্নের সঠিক প্রয়োগের মাধ্যমে বাংলা ভাষা পড়ার দক্ষতা বৃদ্ধি করতে হবে। উপজেলার ১শ ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্পাদিত পঠন দক্ষতা লিখন শৈলি বৃদ্ধি এবং গাণিতিক দক্ষতা অর্জনের কৌশল বিষয়ক সহায়িকা বিতরণ করা হয়। মতবিনিময় সভা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রধান অতিথিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
৩০ মিনিট আগে
১ ঘন্টা ২ মিনিট আগে
১ ঘন্টা ৪ মিনিট আগে
১ ঘন্টা ৩৬ মিনিট আগে