শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত আজিজুর রহমান আকাশ ও এফিলিস হাগিদকের পরিবারের মাঝে ২৫ হাজার টাকা করে দুই পরিবারকে ৫০ হাজার টাকার চেক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ২২ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল নিহত দুই পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে নিহতদের পরিবারের মাঝে চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ইউএনও নিহত পরিবারের মাঝে দুই বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং ভিডব্লিউবিসহ বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের আশ্বাস দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের বিভিন্ন ফসলের ক্ষেত ও গজনী বিটের স্টাফ ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ২০ মে মঙ্গলবার দিবাগত রাতে শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকার গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে কৃষক আজিজুর রহমান আকাশ ও অটোরিকশা চালক এফিলিস হাগিদক মারা যান।
৪ ঘন্টা ২ মিনিট আগে
৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ ঘন্টা ৭ মিনিট আগে