বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি দুই বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার (২৬ মে) বেলা ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে নওগাঁগামী শ্যামলী পরিবহন ও হানিফ এন্টারপ্রাইজ নামক দুইটি বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঘিলাতলা গ্রামের ফজলুল খানের ছেলে সাইফুল খান (৩২) ও নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (৪৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে নওগাঁগামী ঢাকা মেট্রো ব- ১৫-২৬২৯ নম্বরের একটি শ্যামলী বাস তল্লাশি করে বাসের সিটে বসে থাকা সাইফুল খানকে আটক ও তল্লাশি করা কালে তার একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ১০ কেজি গাঁজা ও ঢাকা মেট্রো ব- ১৫-২২২১ নম্বরের অপর একটি হানিফ বাসের যাত্রী খাইরুল ইসলামকে তল্লাশি করা কালে তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার-সহ তাদেরকে আটক করা হয়। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।