যশোরের বাঘারপাড়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাঘারপাড়া শাখার নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।সভায় তিনি উভয় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এবং দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বলে জানা যায়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাঘারপাড়া শাখার আহ্বায়ক রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান,সাধারণ সম্পাদক শামসুর রহমান,পৌর সম্পাদক আব্দুর রহমান মিন্টু,থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম আসলাম হোসেন,উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রশান্ত কুমার কুন্ডু,যুগ্ম আহ্বায়ক সমীরণ রায়,তপন কুমার কুন্ডু, ডাক্তার মুরারী মোহন দেবনাথ, গৌরাঙ্গ দেবনাথ, প্রদীপ বিশ্বাস প্রমুখ।বক্তারা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ধর্মীয় উৎসবগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৫ মিনিট আগে