◾ স্পোর্টস ডেস্ক
বিপিএলে প্লে-অফ পর্ব আগেই নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুর্দান্ত ছন্দে থাকলেও প্রথম কয়েক ম্যাচ হারায় তাদের জায়গা পয়েন্ট টেবিলের তিনে। তাই সেরা দুইয়ে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারায় তারা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৫৭ রানের লক্ষ্য পেরোতে খুব একটা বেগ পেতে হয়নি কুমিল্লার। তৃতীয় ওভারেই যদিও ওপেনার সৈকত আলীকে হারায় তারা। পাওয়ার প্লের ভেতর ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েসও। আগের ম্যাচে সেঞ্চুরি করা জনসন চার্লসকে এদিন থামতে হয় মাত্র ৯ রানে। কিন্তু একপ্রান্ত আগলে রাখেন মোহাম্মদ রিজওয়ান। ৪৭ বলে ৬১ রানের দারুণ এক ইনিংসে দলকে জয়ের কাছে পৌঁছে দেন।
১১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৮ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
৩১ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে