কুচক্রী মহল হয়রানি করায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আসাদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি চান।
কুচক্রী মহলের হয়রানির শিকার হওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢেকে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধা পরিবার।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ন্যায় বিচারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো. আসাদুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, 'আমার বড় ছেলে মো. মিষ্টার আলী বাংলাদেশ রেলওয়েতে চাকুরি করছেন। কিন্তু রেজাউল নামে জনৈক ব্যক্তি আমার পরিবারের তিন সদস্যের নাম বিকৃতি এবং বিভিন্নজনের স্বাক্ষরজাল করে একটি ভুয়া জন্মসনদ তৈরি করে আমার পরিবারকে হয়রানি করে আসছে। উক্ত ভুয়া পরিচয়পত্রের সঙ্গে আমার পরিবারের কোনো লোকের সর্ম্পক নেই। আমি ন্যায় বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদুষ্টি কামনা করছি।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. আসাদুল্লাহর ছেলে মো. মিষ্টার আলীসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।