বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগীতার কারণে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবলসহ মালামাল নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবাদে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা উল্টো অভিযোগ তোলেন বিসিবির বিরুদ্ধে। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন বলেন, ১৬ বছর ধরে এই স্টেডিয়ামে বিসিবি কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেনি। স্টেডিয়ামের সংস্কার বা উন্নয়নকাজও করেনি।
শহীদ চান্দু স্টেডিয়ামকে বিসিবির ভেন্যু হিসেবে ফিরিয়ে আনতে দাবিতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা প্রেসক্লাবের উদ্যোগে গণস্বাক্ষর অভিযান চলানো হয়। গণসাক্ষরে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা। এসময় তিনি বলেন, আমি চাই আমার ছেলে মুশফিক তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলুক। দেশের সন্তান ও পরিবারের সন্তান বগুড়ায় শেষ ম্যাচ খেললে আমি খুশি হব।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বগুড়ার সাধারন মানুষ ও ক্রীড়া প্রেমী জনগন। মুশফিকের বাবা আরও বলেন, মুশফিক যদি নিজের দেশে, নিজ এলাকায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পারেন, তাহলে আর চাওয়ার কিছু নেই।