গাঁয়ের পথ বয়ে চলেছে
বিল পদ্মা নদী!
কতো স্মৃতি পড়ে আছে
এই নদীটির তীরে !
কতো মানুষ স্বপ্ন দেখে
তার বুকেতে ভেসে।
তার তীরেতে জন্ম আমার,
তার তীরেতে বেড়ে ওঠা;
তার তীরেতে হেঁসে খেলে
শৈশব, কৈশর পার করা।
তার তীরেতে দাঁড়িয়ে থেকে
হিমেল হাওয়া গায়ে লাগিয়ে,
তার রূপের মহিমা দেখে,
তাকে নিয়ে স্বপ্ন দেখি
সারা নিঝুম রাতে।
সকাল হলে তার বুকেতে
ভেসে মানুষের ছোটা!
মাঝি দেখি নৌকা ভাসায়;
কন্ঠে ধরে গান!
পাল তোলা নৌকা চলে,
জেলে ফেলে জাল!
হঠাৎ করে পূব আকাশে
নদীর বুকে মেঘেদের দল।
বাতাসে বাতাসে মেঘ ভাসে
ছায়া দেয় নদীর বুকে,
আকাশের রঙে রং বদলায়
নদীর বুকের জল।
হঠাৎ করে আকাশ যখন
অঝোর ধারায় কাঁদে,
বৃষ্টি রূপে মেঘগুলো
তার বুকেতে পড়ে।
কখনো জোঁয়ার,
কখনো বা ভাটা!
এ'কূল ভেঙ্গে ও'কূল গড়ে,
বুঝিনা তার ভাষা!
বর্ষার জলে তার পানি
ফুলে যখন উঠে,
ফসলের ক্ষেতে পলি পড়ে,
জমির উর্বর বাড়ে।
ওহে ও বিল পদ্মা নদীরে,
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো নাই কি তোমার রূপের শেষ!
১ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে