স্রষ্টার সেরা সৃষ্টি তুমি
তুমি নারী, তুমি মহীয়সী,
হেজাবের আড়ালে দুইখানা চোখ
দেখেও আমি তোমাকে ভালোবাসি।
মিষ্টি সুরের কোমলতা
মন মাতানো শব্দের ধ্বনি,
একটু শুনেই প্রাণ জুড়ায়
বেশিতেই জলাঞ্জলি।
তুমি নারী,
তুমি মা, তুমি মহীয়সী,
তোমার গুণের শতাংশ
আমার সারা জীবনের
গোলামীর যেন পূর্ণাংশ।
তুমি নারী,
তুমি বোন, শ্রদ্ধাভাজন,
কাছে থাকলে মারামারি,
আর দূরে গেলে,তোমাকেই
বেশি পুনরাবৃত্তি করি।
তুমি নারী,
তুমি অদৃশ্য, তুমি গুনবতী,
তুমি ফাগুনের হাওয়া,
তোমার স্নিগ্ধ কেশ, মুচকি হাসিতে
আমার মন হয়ে যায় মাতোয়ারা।
তুমি নারী,
তুমি স্ত্রী, তুমি অনন্যা,
যৌবনের স্বর্ণলতায় পরিপূর্ণা,
তুমিহীনে জীবন ব্যর্থ
কেবল সবই শূণ্যতা।
তুমি নারী,
তুমি সন্তান, তুমি জান্নাতি,
আমার পিতৃত্বের পূর্ণমনি,
শীতল শান্তির পরশ
আমার বন্ধন, আমার কলিজাখনি।
১ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে