সেদিন বসন্তে কত ফুল ফুটেছিল পুষ্প কাননে
কতশত ভ্রমর, প্রজাপতি এসেছিল আর দেখেছিল ভুল।
নিস্তব্ধ গোলাপ গাছটি অপেক্ষা করেছিল
আর ভেবেছিল,
কখন আসবে সেই মালিনী ?
যে পরম মমতায়
নিস্তব্ধ গোলাপ গাছের সূচালো কন্ঠকের শত আঘাতের প্রতুত্তরে,
দিয়ে যাবে মায়াবী হাতের সোনালী পরশ।
ফিরে যাবে না কভূ নিস্তব্ধ গোলাপ গাছটি ছেড়ে ,
ঐ রাঙা গোলাপ অপলক দৃষ্টিতে যেন তাকিয়ে থাকবে ,
মমতাময়ী মালিনীর পানে।
মালিনী হাসবে আর দেখবে,
গোলাপ নিয়ে শত কবিতা লিখবে।
আজি প্রতি মূহুর্তে প্রতিক্ষণে যেন মালিনীর স্মরণ,
কখন আসবে সেই মালিনী কখন করবে বরণ!
কত দিন হলো বৃষ্টি আসেনি ,
নিস্তব্ধ গোলাপ কারো মায়ায় ফাঁসেনি।
আজি বসন্তের দক্ষিণা পবন শুধু বয়েই চলে,
নতুন ছন্দে যেন প্রেমের কথা বলে।
তবু নিস্তব্ধ গোলাপ নাহি চায় কারো পানে,
একটি ফুলের গভীর মায়ার কারণটা সে জানে।
তুমি আসবে বলে মালিনী ,গোলাপ যেন অপেক্ষার শত প্রহর গোনে,
প্রতিটি শব্দে যেন তোমার পায়ের আওয়াজ শোনে।
কবে আসবে তুমি মালিনী?
ঐ জোৎস্না ভরা রাতের আকাশ
বসন্তের ঐ দক্ষিণা বাতাস
মোহিত করেনি গোলাপ কে,
তোমায় দেখার ছলে,
গোলাপ নতুন ছন্দ বলে।
তুমি আসবে বলে গোলাপ আজও নিস্তব্ধ,
তোমার বিরহে রাঙা গোলাপ আজ স্তব্ধ।
নিস্তব্ধ গোলাপের সৌরভ নিতে হলেও তুমি একবার এসো,
মনের অজান্তে আবার না' হয় গোলাপ কে
ভালোবেসো।
২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫ দিন ৩৫ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩০ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩০ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে