সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শোয়াইব শেখ বলেন মোরেলগঞ্জ থানাধীন ১১২ নং গুয়াতলা মৌজায় তার ২.৩১ একর সম্পত্তি রয়েছে। যেখানে তিনি দীর্ঘ ১০ বছর ধরে মৎস্য ঘের করছেন। কিন্তু পার্শ্ববর্তী গ্রামের রিফাত খান সহ কয়েকজন সন্ত্রাসী তার স্বত্ব ও দখলীয় বর্ণিত মৎস্য ঘেরের প্রতি অবৈধ লোভের বসবর্তী হয়ে পেশি শক্তির বলে ঘেরটি জবর দখল করার ষড়যন্ত্রে নেমেছেন। তিনি আরো জানান, গত ৯ এপ্রিল সকাল ১০ টায় রিফাত খান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পরিকল্পিতভাবে তার মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে উক্ত ঘের হতে ২ লক্ষাধিক টাকার মাছ জোর পুর্বক ধরে নেয় এবং ঘেরের গৈ ঘরে অবস্থান করে। পরবর্তীতে গৈ ঘরটি ভাংচুরসহ ব্যাপক ক্ষতিসাধন করে। শোয়াইব শেখ আরও জানান, মোরেলগঞ্জ বাজারে তার একটি ছোট ব্যাবসা আছে। রিফাত খান তার বাহিনী দিয়ে সেই ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে আসছেন।
এসব বিষয় নিয়ে থানায় তিনি একটি লিখিত অভিযোগ করেছেন তবে এখন পর্যন্ত কোন আইনি সহায়তা পাননি বলে জানান। রিফাতের অত্যাচারে তিনি নিরীহ মানুষ বিধায় অসহায় বোধ করছেন বলেও ভুক্তভোগী শোয়াইব শেখ আরো জানান। রিফাত ও তার সঙ্গীয়দের সন্ত্রাসী কর্মকান্ডের কবল হতে দখলীয় মৎস্য ঘেরটি উদ্ধারসহ তার পরিবারের সার্বিক নিরাপত্তা বিধানে আইনি সহায়তা পেতে দাবি জানান।
এ বিষয়ে রিফাত খান এর সাথে কথা হলে তিনি বলেন, ঘের দখলের অভিযোগ সত্য নয়, একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে।