“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্য বিষয়ে বাগেরহাটের
মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক
দুর্নীতিবিরোধী দিবস-২০২২ ।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
আয়োজনে উপজেলা প্রশাসন চত্তরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন শেষে ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধন শেষে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, দুপ্রক উপজেলা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সংবাদকর্মী, গার্লস গাইড, রোবার স্কাউটসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুমের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সভাপতি অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খান।
আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সাংবাদিক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, এইচএম শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ণ অফিসার মো. শামসুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাষ্টার মো. ফারুকুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক সাজেদা সুলতানা, সমাজ সেবক মো. ফারুক শরীফ, শিক্ষিকা মারজান খানম প্রমুখ। #
১ দিন ৩১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে