বাগেরহাটের মোরেলগঞ্জে ৫৫ জন ভিক্ষুককে ১টি করে ছাগল ও নগদ ২শ' টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার( ৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত উপজেলা ভিক্ষুক পুর্নবাসন কর্মসুচীর আওতায় সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস প্রমুখ।উল্লেখ্য উপজেলা সমাজ সেবা দপ্তরের পক্ষ থেকে ৫৫ জন হতদরিদ্র ভিক্ষুকের মাঝে এই ছাগল বিতরণ করা হয়।