বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় কাঁকড়া আহরণের সময় অনুকূল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছে। গুরুতর আহত অনুকূল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে পূর্ব সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় কাঁকড়া আহরণের সময় বাঘের আক্রমণের শিকার হয়্ অনুকূল। এ সময় অনুকূলের একই গ্রামের বারেক শেখের ছেলে মাহবুব শেখের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক বনে গিয়ে অনুকূলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন জানান, বাঘ অনুকূলের শরীরের বিভিন্ন স্থান থেকে গোস্ত ছিঁড়ে নিয়েছে। তাকে উন্নত চিকি সার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো.শাহজাহান আলী বলেন, বাঘের হামলায় আহত অনুকূল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
১ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে