নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনকের মুর্যালে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
পরে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে জাতির জনকের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
দিবসটি উপলক্ষে জাতির জনকের জীবনীর ওপর আলোচনা সভা, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বিশেষ দোয়া মোনাজাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
এছাড়াও দিবসটি উপলক্ষে পৌরসভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।
১ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে