ওয়ালটন প্লাজা বাগেরহাটের মোরেলগঞ্জে 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭' এর বিজয়ী গ্রাহকের হাতে তুলে দেওয়া হল পুরস্কারের ১০১ টি পণ্য। রবিবার ( ১৩ মার্চ) বিকেল ৪ টায় এ উপলক্ষে মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ডে ওশালটন প্লাজা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের এ পুরস্কার বিতরণ করা হয়। মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা ডাঃ নজরুল ইসলাম এ পুরস্কার গ্রহণ করেন। তিনি একটি ওয়ালটন ফ্রিজ কিনে এ পুরস্কার জিতে নেন।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মোরেলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়্যারমান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়্যারমান ফাহিমা খানম, থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসান জিমি সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার সিইও মো. রায়হান, ডিএমডি হুমায়ন কবির,, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ও চিত্রনায়ক আমিন খান, সিডিও আল মাফুজ খান সিডিএসএম শাহানুর আলম, এ্যারিয়া ম্যানেজার এম এ হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে ওয়ালটন কর্তৃপক্ষ জানান, ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও এসি কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ক্যাশভাউচার কিংবা উপহারের এসএমএস যাচ্ছে। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে তা বুঝিয়ে দিচ্ছে। ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের ১০১টি ফ্রি পণ্যসহ নিশ্চিত লাখ লাখ উপহার ছাড়াও রয়েছে লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ।
এছাড়া ওয়ালটন স্মার্ট টিভির ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত ১ বছরের ফ্রি বঙ্গওয়াল সাবস্ক্রিপশন। আর এসির ক্রেতাদের জন্য সর্বোচ্চ ১২ মাসের বিদু্যৎ বিল পাওয়ার সুযোগের সঙ্গে রয়েছে নিশ্চিত ২টি ফ্রি ক্লিনিং সার্ভিস।
কর্তৃপক্ষ আরও জানান, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটন সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রম্নত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।
১ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে