বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

বরিশাল জেলা ও উপজেলায় ৫০/ ৬০ টি পশুর হাট।

ছবি-- জামাল কাড়াল।



বরিশাল নগরীতে পবিত্র ঈদ উল আযহা বা কোরবানী উপলক্ষে প্রতি বছর পশুর হাট বসে হাটের ইজারা পাবার জন্য সিটি করপোরেশনে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন যাচাই বাছাইসহ সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিটি হাটের জন্য একজন করে ইজারাদার নিয়োগ দেয় সিটি কর্তৃপক্ষ। আপতত হিসাবে অনুযায়ী ২৯ জুন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আযহা। সে হিসাবে বাকি আর মাত্র ১০ দিন। তাই নগরীতে পশুর হাট ইজারা দেবার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে বিসিসি কর্তৃপক্ষ। আজ রোববার ইজারাদার চূড়ান্ত হবে বলে জানিয়েছে বিসিসির হাট বাজার শাখার সুপারিটেন্ডেন্ট মোঃ রেজাউল। তিনি বলেন এবার নগরীতে মাত্র দুটি অস্থায়ী পশুর হাট ইজারার জন্য অনুমোদন দেওয়া হবে। একটি রুপাতলী হাউজিং এবং অন্যটি কাউনিয়া টেক্স্রটাইল। এছাড়া স্থায়ী ইজারা দেওয়া বাঘিয়ার পশুর হাট তো থাকবেই। তিনি আরো বলেন অস্থায়ী ২ টি হাটের জন্য ৪টি আবেদন জমা পড়ছে। আজ রোববার এই আবেদনগুলো মুল্যায়ন ও যাচাই বাছাই করে ২ জনকে ইজারাদার নিয়োগ দেওয়া হবে। বাজারে গরু,খাসীর বর্তমান অস্বাভাবিক দাম চলমান থাকার মধ্যেও অনেকটা স্বস্তির খবর দিয়েছে বরিশাল জেলা প্রানী সম্পদ বিভাগ। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম বলেন কোরবানীতে জেলার গরুসহ পশুর চাহিদা রয়েছে ৯৯ হাজারের একটু বেশী। কিন্তু জেলায় ফার্ম ও গৃহ পালিত মিলিয়ে পশু রয়েছে ১ লাখের উপরে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বরিশালে প্রচুর পশু আসে। সুতরাং চাহিদা পুরন হয়েও উল্লেখযোগ্য পশু উদ্বৃত্ত থাকবে বলে ধারনা করছি। স্বাভাবিক কারনেই বরিশালে এবার পশুর চড়া মূল্য হবার কোন সুযোগ থাকবে না বলেও জানান তিনি। এছাড়া পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে স্থাপন করা হবে একটি করে মেডিকেল টিম। অন্য দিকে বরিশাল জেলার ১০ উপজেলায় ৫০/ ৬০টি হাটের অনুমোদন দেওয়া হতে পারে বলে জানিয়েছে বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ শাখ। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গৌতম বাড়ৈ বলেন এখনো বেশী একটা আবেদন জমা পড়েনি। তবে হাট ইজারা নেবার জন্য উপজেলা থেকে যে আবেদন গুলো আসে সেগুলো আমরা স্ব স্ব উপজেলার ইউএনওদের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেই। তারা যার পক্ষে হাট অনুমোদনের জন্য মতামত প্রদান করেন তাকেই আমরা অনুমোদন দিয়ে দেই। তিনি বলেন আমি গত বছর এই দায়িত্বে ছিলাম না। তবে জেনেছি গতবার ১০ উপজেলায় ৬০ টির মত হাটের অনুমোদন দেওয়া হয়েছিলো। ধারনা করছি এবারও এই সংখ্যার তেমন একটা পরিবর্তন হবে না।বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সদরসহ জেলার ১০টি উপজেলায় ২৫ টি বাৎসরিক চুক্তিতে স্থায়ী ইজারা দেয়া রয়েছে। এর বাইরে আরো ৩০/৩৫ টি অস্থায়ী হাটের অনুমোদন দিয়ে থাকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ। অনুমোদন নেওয়ার পরপরই ইজারাদার হাট চালু করতে পারবেন যা ঈদের আগের দিন পর্যন্ত সচল রাখতে পারবে বলে জানান তারা। 


আরও খবর







বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪০ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে