ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীদের নিয়ে র্যালী বের করে তজুমদ্দিন উপজেলা সদর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজান পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
৩১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৫ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭৮ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭৯ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৮৮ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৯৪ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে