দিনে দিনে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর কারণে প্রতিদিনই মৃত্যু ঘটছে কারো না কারো। এই পরিস্থিতি মোকাবেলার জন্য ভোলায় সচেতনতামূলক লিফলেট বিতরন ও প্রচার প্রচারণা করে ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা টিম।
আজ শনিবার (২৯ জুলাই) সকালে ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সাধারন সম্পাদক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সার্বিক দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করেন ইয়েস বাংলাদেশ ভোলা জেলার সদস্যরা।
এসময় তারা জেলা শহরের প্রধান অঞ্চলগুলোতে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচার প্রচারনা চালান।
এসময় উপস্থিত ছিলেন ওমায়ের হোসেন ওভি, মীর আবিদ হোসেন রাফি, ও কাজী এহসানুল হক জিহাদ সহ ইয়েস বাংলাদেশ ভোলা জেলার সদস্যবৃন্দরা।
এসময় তারা সাধারণ মানুষের মাঝে কীভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হয় তার বিষয়বস্তুু তুলে ধরেন।
তারা বলেন, দিনে দিনে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বেড়ে চলেছে, নিজেদের প্রাণ বাঁচাতে আমাদের কঠোরভাবে সচেতন হতে হবে। আমরা নিজেরা সচেতন হলেই অন্যকে সচেতন করতে পারবো। আমার / আপনাদের মাঝে কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকে তাহলে তার প্রতি কঠোর যত্ন নিতে হবে। অতিরিক্ত হারে ফলের রস খাওয়াতে হবে। রোগীর প্লাটিলেট কমে গেলে তৎক্ষণাৎ ডাক্তারি পরামর্শ মতো রোগীকে প্লাটিলেট প্রদান করতে হবে।
৩১ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৫ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭৮ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৯ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
৮৮ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯৪ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে