ভোলা তজুমদ্দিন উপজেল প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ আগস্ট বিকাল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রবেন্দ্র নাথ, আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক একেএম সহিদুল্যাহ কিরন, জেলা পরিষদ সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ সহ প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৬ জন দুস্থ অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন ও ৫ জনকে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়।
৩১ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭৫ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭৮ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৯ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
৮৮ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৪ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে