ভোলার মনপুরায় একই দিনে পৃথক পৃথকস্থানে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তিন কণ্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের মঞ্জু পাটোয়ারীর বাড়ির পুকুরে এক শিশুর মৃত্যু হয়, একই ইউনিয়নের একইগ্রামের বাসিন্দা রাকিবের পুকুরে এক শিশু, অপর শিশুটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কোড়ালিয়া বাজারের বাসিন্দা সোহাগ শেখের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।
মৃত তিন শিশু হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা সোহাগ শেখের মেয়ে সুমাইয়া (৫), অপর দুই শিশু উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের বাসিন্দা মঞ্জু পাটোয়ারীর মেয়ে বিবি আয়শা (২), একই ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা রাকিবের মেয়ে নিহা (৩)।
পরিবার সূত্রে জানা যায়, বাসা থেকে বের হয়ে তিন শিশু খেলতে গিয়ে নিজ বাড়ির পানিতে ডুবে মৃত্যু হয়। পরে স্বজনরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জানান, পুকুরের পানিতে ডুবে তিন কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয় তাদের।
এই ব্যাপারে মনপুরা থানার (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৩১ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৫ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭৮ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৯ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
৮৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
৯৪ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে