হায়দার মহল যা পরিচিত হায়দার আলি জমিদার বাড়ি নামে। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের পেট মানিকা গ্রামে অবস্থিত এ জমিদার বাড়িটি। বাংলা ১১৫৫ সালে তৎকালীন জমিদার হায়দার আলি বাড়িটি নির্মাণ করেন ৷ এবং তার নামানুসারেই জমিদার বাড়ির নামকরণ করা হয় হায়দার মহল। তিনতলা বিশিষ্ট এই বাড়িটি ১৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত যা এখনো জমিদারী ইতিহাসের সাক্ষ্য বহন করে আছে। জমিদার হায়দার আলীর ৬ ছেলে ছিল ৷ যারা হলেন, আসমত আলী মিয়া, হেদায়েত আলী, এহসান আলী, এমদাত আলী, ইয়াকুব আলী ও লুতফে আলী। ২০ বছর জমিদারী পেশায় থাকাকালীন সময়ে ৪২ বছর বয়সে হায়দার আলী মারা যান। পরবর্তীতে তার দুই পুত্র এমদাদ আলী ও লুতফে আলী ১৯৪৭ সাল পর্যন্ত জমিদারী প্রথা ধরে রাখেন। তার অন্য ছেলেদের মধ্যে ইয়াকুব আলী বৃটিশবিরোধী আন্দোলনে খেলাফত ও কংগ্রেস কর্মী হিসেবে বড় ভূমিকা পালন করেন । জমিদার হায়দার আলী চার হাজার একর সম্পত্তির মালিক ছিলেন ৷
বর্তমানে এই বাড়িটির মূল ভবনে কেউ বসবাস করেন না। তবে বাড়ির ভিতরে নতুন ঘর নির্মান করে বসবাস করছে হায়দার আলীর বংশধররা ৷
পুরোনো এই পরিত্যক্ত ভবনটিতে মানুষ আসে ভ্রমনের জন্য। ইতিহাস জানার জন্য। পর্যটকরা বলেন এ জমিদার বাড়ি আমাদের ভোলার গর্ব। ২৭৫ বছরের ইতিহাস লেখা আছে এ বাড়িতে। অনেকে এখনো জানেইনা যে ভোলায় এমন একটি জমিদার বড়ি আছে। ভোলার একটি বৃটিশ আমলের ইতিহাস আছে।
৩১ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৫ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭৮ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৯ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
৮৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
৯৪ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে