ভোলা জেলায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে এনসিটিএফ এর আয়োজনে এবং ইয়েস বাংলাদেশের সার্বিক তত্বাবধানে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোলায় এনসিটিএফ এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় ও ইয়েস বাংলাদেশের সার্বিক তত্বাবধানে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত বিষয়ক সচেতনতামূলক সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বরিশাল বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরাফত হোসেন, বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য ইয়েস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার দীপন দে।
এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক দেশচিত্র এর ভোলা জেলা প্রতিনিধি ও এনসিটিএফ, ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক কাজী এহসানুল হক জিহাদ, এনসিটিএফ, ভোলা জেলার সাধারণ সম্পাদক ইস্রাফিল মহিম, চাইল্ড পার্লামেন্ট সদস্য তমা সহ অভিবাবক ও শিশুরা।
আলোচনা সভা শেষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
৩১ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭৫ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৮ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৯ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
৮৮ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯৪ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে