ভোলা নড়েননি সাবেক চার নৌকার মাঝির এক জনও। খুব কাছাকছি চলে এসেছে জাতীয় নির্বাচন। ভোলার ৪ টি আসনের প্রার্থীদের নমিনেশন নিয়ে অনেক কথা শুনলেও। সব পর্দা খুলে যায় গতকাল রোববার ২৬ নভেম্বর প্রধানমন্ত্রী নমিনেশন ঘোষনা করলে। ভোলার ৪ টি আসনেই রয়ে গেলেন সাবেক চার এমপি। নড়েনি নৌকার একটি সিট ও।
ভোলা ০১ আসন থেকে সাবেক বানিজ্যমন্ত্রি তোফায়েল আহমেদ,ও ০২ আসন থেকে আলী আজম মুকুল,০৩ আসন থেকে নুরন্নবী চৌধুরী শাওন,ও ০৪ আসন থেকে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কে নমিনেশন দেওয়া হয়। নমিনেশন ঘোষনার পর ভোলায় আওমাীলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন হয়।
২৪ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৬ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৮ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৭১ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭২ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৭৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৮১ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে