ভোলার চরফ্যাশনে হারুন (২০) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে। চরফ্যাশন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাসুদেব কৃষ্ণ জানান, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে হারুন যাত্রী নিয়ে চরফ্যাশন আসে। রাত ৮টার দিকে হারুনের বাবার সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। রাত ১১টার দিকে পুনরায় হারুনকে ফোন করা হলে স্বজনরা তার মোবাইল ফোন বন্ধ পান। ওসি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অটোরিকশার চালক হারুনের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি থানায় নিয়ে আসেন। লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২৪ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৬ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৬৮ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৭১ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭২ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৭৩ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৮১ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৮৭ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে