বগুড়ার আদমদীঘিতে শক্রতাবসত: জমিতে লাগানো ফলন্ত পটল গাছের বাঁশের মাচাং ভেঙ্গে দিয়ে দেড় বিঘা জমির পটল গাছ তছনছ করে বিনষ্ট করেছে দুর্বৃৃত্তরা। গত মঙ্গলবার ( ১৬ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কৈকুড়ি মাঠে এ ঘটনা ঘটে।
আদমদীঘির কৈকুড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ছরোয়ার আকন্দ জানায়, তিনি ও তার ভাই হেলাল আকন্দ তাদের জমিতে চলতি মৌসুমে দেড় বিঘা জমিতে বাঁশের মাচাং তৈরী করে তাতে পটলের চাষ করেন। ইতিমধ্যে গাছে পটল গাছে ফুল ও ফল ধরে বাজারজাতের উপযুক্ত হয়েছে। এরই মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শক্রতাবসত: পটল গাছের বাঁশের মাচাং ভেঙ্গে উঠতি ফলন্ত পটল গাছ তছনছ করে বিনষ্ট করে ফেলেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ২৩ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে