আব্দুল মোমিন বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সাহিত্য চক্রের অধিবেশনে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জাতীয় দৈনিক কালেরকণ্ঠের স্থানীয় প্রতিনিধি আইয়ুব আলীকে সম্মাননা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬মে) সন্ধ্যায় শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি ম-লীর সদস্য ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন।
সাহিত্য চক্রের আহবায়ক সুলতান মাহমুদ রনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি অমর কৃষ্ণ পাল নান্টু, আজিজুল হক, মুজাহিদুল ইসলাম, সাকিল মাহমুদ, বিশ^জিৎ চৌধুরী রির্বণ, সুশীল চন্দ্র পাল, জীবন সাহা, বিএম হাফিজুল ইসলাম, সুমন মোহন্ত, কৌশল ভট্টাচার্য্য বিজয়, খন্দকার মাহবুবুর রহমান রাংগা, মিজানুর রহমান, গোলাম রসুল প্রমূখ বক্তব্য রাখেন।
পরে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ঐতিহ্যবাহী সংগঠন সাহিত্য চক্রের পক্ষ থেকে অনুষ্ঠানে অতিথিরা জাতীয় দৈনিক কালেরকণ্ঠের স্থানীয় প্রতিনিধি আইয়ুব আলীকে উত্তরীয় পড়িয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মাধ্যমে সম্মাননা জানান। শেরপুর সাহিত্য চক্রের আহবায়ক সুলতান মাহমুদ রনি বলেন, প্রতিবছর সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ছয়জনকে সম্মাননা দেওয়া হয়। এরই ধরাবাহিকতায় চলতি ২০২৩সালে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আইয়ুব আলীর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় বলে জানান।
১৬ ঘন্টা ১ মিনিট আগে
১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৯ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ৩২ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে