বগুড়া: আদমদীঘির সান্তাহারে রেললাইন পারারারের সময় ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত সাব্বির হোসেন রাজশাহীর বোয়ালিয়া উপজেলার শালবাগান এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সান্তাহার তারাপুর লেভেলক্রসিং এলাকায় রেললাইনের উপর দিয়ে পারাপারের সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি সাব্বির হোসেনকে ধাক্কা দেয়। এসময় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ওই দিন দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
১ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ দিন ৯ মিনিট আগে
৩ দিন ২৩ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪ দিন ৫৪ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে