সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা গরমে ত্বকের যত্নে উপকারী উপায় ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির রাজবাড়ীতে ওটিপি প্রতারণায় ৮ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ। রাজবাড়ীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার। রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আত্ম প্রকাশ ও নবীন বরণ দোতলা ভিসি ভবনে লিফট, শিক্ষার্থীদের ক্ষোভ লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি'র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন মালিককে চোরের ফোন ‘টাকা দাও, বাইক নাও’ রামগড়ে নিবন্ধনহীন অবৈধ দুই কোচিং সেন্টারের মালিককে ৫০০০০ টাকা জরিমানা ঠেলাঠেলিতে ব্যস্ত পাউবো-এলজিইডি, সাতক্ষীরায় নদীর পেটে যাচ্ছে সড়ক সাতক্ষীরায় শ্যামনগর পুকুর থেকে দেশিয় অস্ত্র উদ্ধার শ্যামনগরে পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার ফুলবাড়ীতে কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

নন্দীগ্রামে পরিদর্শনে গিয়ে ইংরেজি ক্লাস নিলেন ইউএনও হুমায়ন কবির

বিদ্যালয়ে পাঠদান চলছে। হঠাৎ সেই প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ইউএনও। ঢুকে পড়েন পঞ্চম শ্রেণির কক্ষে। তখন পঞ্চম শ্রেণিতে ইংরেজি পাঠদান চলছে। এ সময় ইউএনও নিজেই পাঠদান শুরু করেন। একজন পেশাদার শিক্ষকের মতো কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে যান মুহূর্তেই।

আজ (০৩ অক্টোবর) মঙ্গলবার নন্দীগ্রাম পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির। এসময় পড়াশোনার মানোন্নয়নে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও বিদ্যালয় ঘুরে দেখেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় শেষে পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস নেন তিনি। শিক্ষার্থীরাও মনোযোগ দিয়ে তার ক্লাস করেন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রমিম ইসলাম, রিয়া মণি, নিরব সরকার, অপরাজিতা সরকার জানান, স্কুলে আমাদের ইংরেজি ক্লাস চলছিল। এ সময় হঠাৎ ইউএনও স্যার শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তিনি আমাদের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে ইংরেজি ক্লাস নেন। ইউএনও স্যার সুন্দরভাবে ক্লাস নিয়েছেন। আমাদের পড়া ধরেছেন। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। স্যারের ক্লাস করে আমরা অনেক আনন্দ পেয়েছি।’

প্রধান শিক্ষক আলী আজম বলেন, ‘ইউএনও স্যার হঠাৎ বিদ্যালয়ে আসেন। ‘শত ব্যস্ততার মাঝেও ইউএনও স্যার কোমলমতি শিক্ষার্থীদের সময় দিয়েছেন। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিক্ষক ঘুরে দেখেন। পড়ে তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। একই সঙ্গে আমাদের শিক্ষাবিষয়ক পরামর্শ দেন। এতে শিক্ষার্থী ও আমরা খুবই খুশি।’ স্যারের এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই।’

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা থাকলে দ্রæত তা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে । এই উপজেলার শিক্ষাব্যবস্থাকে মডেল হিসেবে গড়তে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর