ঢাকা বগুড়া মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত ট্রাক চাপায় দোলন বর্মন (৩৫) নামের একজন নিহত হয়েছে। সে শেরপুর পৌরসভার উত্তর সাহা পাড়া এলাকার মৃত সুনীল বর্মনের ছেলে। সোমবার সকাল ১০টায়- বিষটি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন রোববার রাত ৯টার সময় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল এ সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয়রা জানান, নিহত দোলন বর্মন হয়তো নেশাগ্রস্থ ছিল। রাস্তার দিয়ে যাওয়ার সময় মাতলামি করছিল। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
১ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ দিন ১০ মিনিট আগে
৩ দিন ২৩ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪ দিন ৫৪ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে