কিশোরগঞ্জে আ.লীগের চার নেতা গ্রেফতার সাতক্ষীরায় দুই নারীর প্রতারণার ফাঁদে মাছ ব্যবসায়ী লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর আহবায়ক কমিটি গঠন। ঢাকা বিভাগসহ ৪ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের আভাস ঝিনাইদহের কালীগঞ্জে পরিসংখ্যান কর্মকর্তার স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ আদমদীঘিতে ৭ শ্যালোর পাম্প চুরি, দিশেহারা কৃষক ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাদকের বিরুদ্ধে খোকসার ওসির জিরো টলারেন্স ঘোষণা সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক: জিম্মি থাকা দুই জেলে উদ্ধার। প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা

সারিয়াকান্দিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়ার সারিয়াকান্দিতে “এক স্থানে বালুর ইজারা ১০ পয়েন্টে ড্রেজার” শিরোনামে সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইজারাদার ইফাজ উদ্দিন প্রামানিক।

১৮ মার্চ (সোমবার) সকালে সারিয়াকান্দি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো, গত ১৪/০৩/২৪ ইং তারিখে দৈনিক সমকাল পত্রিকায় এক স্থানে বালুর ইজারা ১০ পয়েন্টে ড্রেজার শিরোনামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। 
আমি মোঃ ইফাজ উদ্দিন প্রামানিক, পিতাঃ আহম্মেদ আলী, গ্রামঃ দিঘাপাড়া, হাটশেরপুর সারিয়াকান্দি, বগুড়া। আমি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের তালিকাভুক্ত বালুমহালের একজন প্রথম শ্রেনীর ঠিকাদার। আমার প্রতিষ্ঠানের নাম “মের্সাস ফাবিহা ট্রেড্রার্স”। জেলা প্রশাসকের কার্যালয় হইতে ১৯/০৬/২০২৪ ইং তারিখ সরকারি স্মারকে একটি বিজ্ঞপ্তির প্রেক্ষিতে জানতে পারি সারিয়াকান্দি উপজেলাধীন নারাপালা বালুমহাল ১ বছরের জন্য ইজারা প্রদান করা হবে। উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বালু মহালটি এক বছরের জন্য ইজারা চেয়ে ০৫/০৭/২০২৩ তারিখে দরপত্র দাখিল করি। আমার দরপত্রে উল্লেখিত ইজারা মূল্য ১ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা যা সর্বোচ্চ দরদাতা হিসেবে গন্য হই। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় হইতে আদেশ প্রান্ত হয়ে ইজারা মূল্য বাবদ ১ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা এছাড়াও ইজারা মূল্যে ১৫% ভ্যাট বাবদ ১৮ লাখ ৩১ হাজার ৫শত টাকা এবং আয়কর বাবদ ১০% ১২ লাখ ২১ হাজার টাকা মোট ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৫শত টাকা ২৬/০৭/২০২৩ ভারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা প্রদান করেছি।
এমতাবস্থায় জনৈক মজনু মিয়া কর্তৃক মহামান্য হাইকোর্টে ৮৭৫৪/২০২৩ নং রিট মামলা দায়ের করেন। উক্ত রিট মামলার নিষেজ্ঞাধা কারণে যথাযথ সময়ে ইজারার চুক্তিনামা ও বালু মহালটি বুঝিয়া পাইনি। উক্ত রিট মামলার নিষেধাজ্ঞা বিরুদ্ধে নিজে বাদী হয়ে নিজ খরচে মহামান্য সুপ্রিম কোর্ট ২৪২৩/২০২৩ নং আপিল মামলা করি। আপিল মামলার আদেশ মোতাবেক বালু মহালটি ৩/৯/২০২৩ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে বালুমহালটি দখল প্রাপ্ত হই। দখল প্রাপ্ত হওয়ার পর উপজেলা প্রশাসনের বুঝিয়ে দেয়া নির্ধারিত নারাপালা বালুমহাল হইতে বালু উত্তোলন কার্যক্রম শুরু করি। যেটি নদীর কিনারা হইতে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। নাড়াপালা বালু মহাল হইতে বাল্কগেট মাধ্যমে বালু পরিবহন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অনুমোদিত নিজনামে লিজকৃত ৪টি স্থানে বালু স্তুপ করে রাখা হয়।
উক্ত স্থান হইতে সংরক্ষিত বালু সবেমাত্র বিক্রয় কার্যক্রম শুরু করি। এমতাবস্থায় জেলা প্রশাসক কর্তৃক বিনা নোটিশে অজানা কারণে চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ৩ তারিখ হতে বালু উত্তোলন ও বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে জানানো হয় ও লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি সকল কার্যক্রম বন্ধ রাখি। পরবর্তীতে মৌখিক ভাবে কার্যক্রম চালাতে বলে এবং পরেরে দিনই আবার কার্যক্রম বন্ধ করতে বলা হয়। এভাবে কয়েক দফায় চালু ও বন্ধ করতে বলা হয়। এমতাবস্থায় বেশ কয়েকবার মাননীয় জেলা প্রশাসকের নিকট বালু মহলের কার্যক্রম পুনরায় চালু করার জন্য আবেদন করি, কিন্তু মাননীয় জেলা প্রশাসকের কোনো উত্তর না পেয়ে মহামান্য হাই কোর্টের শরনাপন্ন হয়ে একটি রিট মামলা ১১.০৩.২০২৪ ইং তারিখে দায়ের করি যাহার মামলা নং: ২৮৭০/২০২৪। একই দিনে মামলার আদেশ প্রাপ্ত হয়ে বালু মহালের কার্যক্রম চালাতে আইনগত কোনো বাধা নেই মর্মে আদেশের উকিল নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে পৌঁছে দিয়ে ১৩/০৩/২০২৪ ইং তারিখ হইতে কার্যক্রম শুরু করা হয়। কিন্তু আবারো ১৪/০৩/২০২৪ ইং তারিখে উপজেলা প্রশাসন কর্তৃক ফোন কলের মাধ্যমে বালু মহালের কার্যক্রম বন্ধ করতে বলা হয়। সরকারের সকল আইন মেনে ও ইজারা মূল্য, ভ্যাট, ট্যাক্স পরিশোধ করে এবং মহামান্য হাইকোর্টের আদেশ প্রাপ্ত হয়েও বালু মহালের কার্যক্রম চালু করতে পারছি না এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হয়রানীর শিকার হচ্ছি। গত ৩/০২/২০২৪ ইং থেকে প্রায় দেড় মাস বন্ধ থাকায় প্রতিদিন ১লক্ষ চুয়াল্লিশ হাজার ২০ টাকা যা এ পর্যন্ত মোট ৪৫ দিনে ৬৪ লক্ষ ৮০ হাজার ৯ শত টাকা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছি যা ১০/০৩/২০২৪ ইং তারিখে চিঠির মাধ্যমে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। উক্ত ব্যবসার সঙ্গে জড়িত ২০টি পরিবার প্রায় দখে বসেছে।
সাংবাদিকদের জ্ঞার্থাতে তিনি জানান, ইতিমধ্যে, আমি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এরপরও একজন সাংবাদিক ফোন কলের মাধ্যমে আর্থিক সুবিধা চায় এবং আমি দিতে ব্যর্থ হওয়ায় জেলা থেকে একজন সাংবাদিক দৈনিক সমকাল পত্রিকার ব্যুরো প্রধান লিমন বাসারকে নিয়ে এসে একটি অবাস্তব, মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে যা আমার সম্মানহানি এবং আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। উক্ত সংবাদটির বিপক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের নিকট আমার আকুল আবেদন এই যে, ন্যায়ের স্বার্থে আপনারা সঠিক সংবাদটি পরিবেশন করে উর্দ্ধতনদের দৃষ্টি আকর্ষণ করবেন এবং এই হয়রানি থেকে ২০ টি পরিবারকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করবেন।

Tag
আরও খবর