কক্সবাজারে এই প্রথম বার মাঠে গড়ালো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই আয়োজন করে। এতে জেলার ১২টি কলেজ অংশ নিচ্ছে। তৃণমূল থেকে ভাল খেলোয়াড় তৈরিই এই টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য।
শুক্রবার বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক।
জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কক্সবাজার সরকারি কলেজ বনাম ডিসি কলেজ। একক আধিপত্যপূর্ণ ম্যাচে ডিসি কলেজকে ৩-০ গোলে হারায় কক্সবাজার সরকারি কলেজ। শনিবার টুর্নামেন্টের ৩টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২১ জুন জেলা পর্যায়ে এই আয়োজনের পর্দা নামবে।
৪ দিন ৪৬ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে
৬ দিন ২০ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে