কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে নারী সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (৮জুলাই) বিকেল তিনটায় উপজেলার টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৫ সদস্যরা ইয়াবাসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত নারী রামুর ফতেখাঁরকুল জাদীমুরা এলাকার আবু সৈয়দ এর কন্যা রুজিনা আক্তার (১৯) ও পশ্চিম কাউয়ারখোপ এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র নুরুল আলম (৪০)।
র্যাব-১৫ এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, কক্সবাজার-চট্টগ্রামগামী মহাসড়কের টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল ৩টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর সদস্যরা। একপর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা রুজিনা আক্তার ও নুরুল আলমকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের দেহ তল্লাশী করে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় ধৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেন। এদিকে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান র্যাব-১৫।
৪ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
১১ দিন ২৬ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে