কক্সবাজার শহরের প্রধান সড়ক সংলগ্ন আলীর জাঁহালস্থ দলীয় কার্যালয়ে ৮জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ শনিবার বিকাল ৩টায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কক্সবাজার সদর উপজেলার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সদর উপজেলা বিএসপির সভাপতি শাহজাদা মাওলানা শামসুদ্দীন চিশতীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএসপি জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা কেরামত আলী মাইজভান্ডারি।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএসপি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম জাকের হোছাইন।
সভায় বক্তারা বলেন, বিএসপির প্রত্যেক কর্মীর কর্তব্য হল সততা ও দায়িত্ববোধের সাথে নিজের ওপর অর্পিত দায়িত্বগুলো পালন করা। বিএসপির প্রতিটি কর্মীকে দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। বিএসপির লক্ষ্য-উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হলে, সকলকে নিজ নিজ এলাকায় মানুষের সাথে সংযোগ, সমন্বয় বাড়াতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম এ খান, মাওলানা আহমদ উল্লাহ, মোহাম্মদ আলম, মোহাম্মদ ইসহাক, মনজুর আলম ফকির, আব্দুল কাদের, নূরুল আলম, হাফেজ নূরুল হক, মোহাম্মদ ফরিদুল আলম, আলি আহমদ, নূরুল আজম, রমজান আলী, জাহাঙ্গীর আলী, ছৈয়দ আকবর, সিরাজ মোস্তফা, জমির উদ্দীন, দেলু মিয়া প্রমুখ।
৪ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ২৯ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে