কক্সবাজার পৌরসভা নির্বাচনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১২জুন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছিলো। এর তিন সপ্তাহ পর ৫ জুলাই কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম শাহদাত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৪৩ বিধি অনুযায়ী নির্বাচন প্রশাসন শাখা কর্তৃক প্রকাশিত গেজেটে নির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরদের পদবী, নাম ও ঠিকানা প্রকাশ করা হয়।
সরকারী গেজেটে নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের প্রকাশিত তালিকা -বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র মোঃ মাহবুব রহমান চৌধুরী, ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহেনা আকতার, ৪, ৫ ও ৬ আসনের কাউন্সিলর ইয়াছমিন আকতার, ৭, ৮ ও ৯ নং আসনের কাউন্সিলর জাহেদা আকতার, ১০, ১১ ও ১২ নং আসনের কাউন্সিলর নাছিমা আকতার।
এছাড়াও সাধারণ আসনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর এস.আই.এম আক্তার কামাল আজাদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দীন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এমএ মঞ্জুর।
৪ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১১ দিন ৩২ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে