কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ডিসি সড়কসহ ইউনিয়নের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন সাইমুম সরওয়ার কমল এমপি। এ সময় এলজিইডির কক্সবাজারস্থ নির্বাহী প্রকৌশলী মো. মামুন খাঁন সাথে ছিলেন।
সড়ক পরিদর্শনকালে এমপি কমল বলেছেন, পানিরছড়া থেকে ভারুয়াখালী ডিসি সড়ক সংস্কারে আমার নিজের বরাদ্দ থেকে দরপত্রের মাধ্যমে উদ্যোগ নেয়া হয়। কিন্তু ঠিকাদার যথাসময়ে কাজ না করায় মানুষ দুর্ভোগে পড়েছেন। এমতাবস্থায় স্থানীয় যুবসমাজ যারা সংস্কারের কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, আগামী দশদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করে প্রাথমিক ভাবে চলাচলের উপযোগী করা হবে এবং এক মাসের মধ্যে দরপত্র আহবানের মাধ্যমে রাস্তা সংস্কার করা হবে।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকই অনেক কথা বলবেন। ষড়যন্ত্রকারিদের কথায় বিভ্রান্ত না হয়ে নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৩টা থেকে ভারুয়াখালীর বিভিন্ন সড়ক পরিদর্শন ও পথসভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হুদা মেহেদীর সঞ্চালনায় পথসভা ও পরিদর্শনকালে সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর কাজী বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, ভারুয়াখালী ইউনিয়নের আবুল কাশেম মেম্বার, কাজল মেম্বার, খোকন, আমান, বাবু, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যা ৬টায় সাইমুম সরওয়ার কমল এমপি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
৪ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১১ দিন ৩২ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে