কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ১২ ই জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার মোঃ শাহাদত হোসাইন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম শাকিল আহাম্মদ, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম, সহকারী পুলিশ সুপার মহেশখালী-কুতুবদিয়া সার্কেল রাম প্রসাদ ভক্ত। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধরী, কক্সবাজার সদর এর নির্বাচন অফিসার শিমুল শর্মা, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ’সহ ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদেরকে সততা, নিরপেক্ষতা এবং সাহসিকতার সাথে তাদের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
উল্লেখ্য, আগামী ১৭ ই জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৮৯৯ জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ৪১৪ ও নারী ৪ হাজার ৪৮৫ জন। মোট কেন্দ্র ৯টি এবং ভোটকক্ষ ২৮টি।
৪ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১১ দিন ৩২ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে