পরিত্রাণ পাবার সব দুয়ার বন্ধ হলেও মানুষের আস্তা ও ভরসার শেষ আশ্রয়স্থল জেলা প্রশাসক তথা জেলা প্রশাসন। মানুষের শেষ আস্থা ও ভরসার আশ্রয়স্থল হিসেবে জেলা প্রশাসকের কাছে যে অগাদ বিশ্বাস সেই বিশ্বাসকে সমুন্নত রেখে কাজ করাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে উল্পেখকরে দিনাজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক শাকিল আহমেদ একটি ছোট্র দৃষ্টান্ত দিয়ে বলেন হাসপাতালে এক ব্যক্তির এক সাথে তিনটি সন্তান হয়েছে কিন্তূ রাত তিনটার সময় কল করে তার প্রয়োজনে নয় বরং তার সবচেয়ে আস্থা,ভালোবাসা ও ভরসার একজন গুরুত্বপূূর্ণ ব্যক্তি হিসেবে আমাকে তার এক সংগে তিন সন্তানের বাবা হওয়ার আনন্দ অভিব্যপ্তিটি প্রকাশ করেনএটা সত্যি আমার জীবনের একটি বড় প্রাপ্তি।
এ সময় সাংবাদিকদের বলেন আপনাদের সংগে নিয়ে দিনাজপুরকে স্মার্ট দিনাজপুরে রুপান্তরিত করতে চাই যা প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের যে রুপরেখা করেছেন।
১০এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময় কালে জেলা প্রশাসক শাকিল আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন।এছাড়াও তিনি বলেন সাংবাদিকদের যেহেতু সমাজের দর্পন হিসেবে আক্ষায়িত করা হয় তাই দর্পন পরিষ্কার অর্থাৎ সমাজকে পরিচ্ছন্ন রাখতে সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে আর সেই ভূমিকা পালন করতে সাংবাদিকদের সার্বিক সহোযোগিতা করার আশ্বাস দেন।
দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আনিছুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দেবাশীষ রায় চৌধুরী,সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিও ঘোষ, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার,নিমতলা প্রেসক্লাকের সভাপতি নুরুল হুদা দুলাল,সাধারন সম্পাদক রেজাউল করিম রঞ্জু,চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী,গাজী টিভির জেলা প্রতিনিধি তনু,বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি শাহদত হোসেন শাহ্,যুগান্তের জেলা প্রতিনিধি একরাম তালুকদার,ইউএনবির জেলা প্রতিনিধি সালাউদ্দিন আহম্মেদ, ঢাকা টাইমস ও গন জাগরনের জেলা প্রতিনিধি চন্দন কুমার মিত্র,বিটিভির জেলা প্রতিনিধি মোফাস্সিরুর রাশেদ প্রমুখ।মতবিনিময় সভায় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।এ সময় সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসকের কাছে মিডিয়া সেলের প্রতি গুরুত্ব দেয়ার পাশাপাশি প্রকাশিত সংবাদের ইতিবাচক প্রভাব বিস্তারে জেলা প্রশাসকের কার্যকরি পদক্ষপ গ্রহনের প্রতি বিশেষ গুরুত্বারপ করেন।নেগেটিভ বা পজেটিভ সংবাদ প্রকাশের পর যদি সেটার বাস্তবায়ন হয় তাহলে স্বচ্ছ সংবাদ প্রকাশে একদিকে যেমন সাংবাদিকদের আগ্রহ সৃষ্টি হবে তেমনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে একটা দৃঢ় সম্পর্কের সেতুবন্ধন সৃষ্টি হবে বলে মনে করেন সাংবদিক মহলের বিশিষ্টজনেরা।
৪ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
৩০ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
৩৪ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে