বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

মসজিদ সংস্কারে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ: প্রতিবাদে সভাপতি ও মুসল্লি নির্যাতনের স্বীকার

দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়ের তাজপুর উওরপাড়া(কবিরাজ পাড়া)পুরাতন জাম মসজিদ সংস্কারে সরকারি অনুদানের বরাদ্দকৃত ৫০হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অত্র ইউনিয়নের আওয়ালীগের সহসভাপতি মোঃ রমজান আলীর বিরুদ্ধে।


তদুপরি এ ঘটনাকে কেন্দ্র করে মসজিদ কমিটির সভাপতি মোঃ দারাজতুল্ল‍্যাসহ এক মুসল্লি গুরুতর আহত ও শারীরিক নির্যাতনের স্বীকার হওয়ায় দিনাজপুর কোতয়ালি থানায় আওয়ামীলীগের সহভাপতি রমজান আলীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।


উল্লেখ‍্য দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের তাজপুর উওরপাড়া পুরাতন জামে মসজিদের নামে হুইপ ইকবালুর রহিম এমপির সহোযোগিতায় ৫০হাজার টাকা অনুদান দেয়া হয়।কিন্তু রমজান আলী পুরাতন মসজিদ কমিটি থাকা সত্বেও সে তার মনগড়া নতুন একটি কমিটি করে সদর উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় থেকে অনুদানের ৫০হাজার টাকার চেক গোপনে গ্রহন করে মসজিদ সংস্কারে কোন ধরনের কার্যক্রম বা চলমান মসজিদ কমিটির সভাপতি মোঃ দারাজতুল্ল‍্যা,সাধারন সম্পাদক মোঃ মশিউরসহ কমিটির কাউকেই কোন প্রকার অবগত না করে সমুদয় টাকা আত্মসাত করে।


বিষয়টি মসজিদ কমিটির সভাপতি মোঃ দারাজতুল্ল‍্যা অবগত হবার পর গত ১১এপ্রিল মসজিদ কমিটির সদস‍্যদের সাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দায়ের করেন।এরই ঘটনার জের ধরে গত ১৪ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজ শেষে তাজপুর উওর পাড়া জামে মসজিদের সভাপতি দারাজতল্ল‍্যা বিষয়টি মসজিদে নামাজ পরতে আসা মুসল্লিসহ কমিটির সদস‍্যদের সাথে মোঃ রমজান আলীর মসজিদ সংস্কারের ৫০হাজার টাকা আত্মসাতের বিষয়টি নিয়ে আলোচনাকালে মোঃ রমজান আলীর নির্দেশে কতিপয় ব‍্যক্তি মসজিদের ভেতর প্রবেশ করে সভাপতি দারাজতুল্লার উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে থাকার এক পর্যায়ে শরীফ উদ্দীন নামে এক মুসল্লি মসজিদের সভাপতি দারাজতুল্ল‍্যাকে বাঁচাতে আসলে মোঃ রমজান আলীর ভারাটিয়া সন্ত্রাসীরা কিল ঘুষি সহ লোহার রড সজোরে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম ও তার বা চোখে আঘাত করে কালশিরা ফেলে দেয়।


মসজিদ সংস্কারের অনুদানের ৫০হাজার টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ি সংঘর্ষের ফলে মসজিদের সভাপতি দারাজতুল্ল‍্যা বাদী হয়ে এর মুল হোতা মোঃ রমজান আলী সহ ৬জনের নাম উল্লেখ করে ১৭এপ্রিল দিনাজপুর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার ৫৪/৩১৫।মামলায় অভিযুক্ত অন‍্যান‍্য আসামীরা হলেন তাজপুর এলাকার মোঃ রমজান আলীর ছেলে মোঃ জাকিরুল ইসলাম,মৃত সিরাজ উদ্দীনের ছেলে মোঃ রমজান আলী,সাজাহান আলীর ছেলে মোঃ জুয়েল,মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন,মোঃ রমজান আলীর ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক সহ অজ্ঞাতনামা আরো ৫থেকে ৬জন।এঘটনায় সদর উপজেলার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এর সাথে অভিযোগটির সত‍্যতা নিয়ে মুঠো ফোনে কথা বললে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন আনীত অভিযোগটি প্রমানিত হলে মসজিদের জন‍্য বরাদ্দকৃত অনুদানের ৫০হাজার টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।তবে এপ্রসঙ্গে মোঃ রমজান আলীর সাথে যোগাযোগ করলে তিনি এই ঘটনাটি সম্পূর্ণ মিথ‍্যা এবং তাকে হেয় প্রতিপন্ন করার জন‍্যই কিছু স্বার্থান্বেষী ব‍্যক্তি এমনটা রটাচ্ছেন।


আরও খবর





দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে