বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬আগষ্ট রবিবার সকাল ১১টায় কিশানবাজার বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় দিনাজপুর জেলা শাখার সভাপতি যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভার জেলা কমিটির এক তৃতীয়াংশ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদকের পারিবারিক সমস্যার কারনে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে মোঃআনোয়ারুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।এসময় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলামকে জেলা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এছাড়াও মতবিনিময় সভায় কেন্দ্র ঘোষিত প্রতিটি জেলা উপজেলায় আগামী ১০সেপ্টম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করে নবগঠিত কমিটির তালিকা বিভাগে পৌছানোর লক্ষে কমিটি গঠনের বিষয় বিষদ আলোচনা হয় এবং অতি দ্রুত কমিটি গঠন ও সংগঠনের গতশীলতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্তের মধ্য দিয়ে মতবিনিময় সভা সম্পন্ন হয়।এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব দিনাজপুর জেলা শাখার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মোঃ ফরহাদ হোসেন খোকন,চন্দন কুমার মিত্র, যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন আক্তার,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,চলমান কোষাধ্যক্ষ আফিজার,নির্বাহী সদস্য সমর কুমার রায়সহ প্রমুখ।